সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার বিকেলে মডেল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান হয়েছে। মডেল থানা ক্যাম্পাসে বিকেল চারটায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম। প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, দুর্গানগর ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ. উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত ঘোষ। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সরকার, জাহিদুজ্জামান কাকন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য শেষে কেক কাটা হয়।
CBALO/আপন ইসলাম