বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী থানার আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে বিকাল ৩ ঘটিকায় অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইলামের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে কোরআন তেলায়াত, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে ১০ টায় চৌহালী সরকারি কলেজ হল রুমে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃতি, রচনা, উপস্থিত বক্তব্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, চৌহালী সরকারি কলেজের অধ্য¶ মোঃ আঃ মান্নান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের মোঃ আব্দুর রউফ দুলাল, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা আ.লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, খাষপুখুরিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, এসআই রেজাউল করিম, এসআই ফারুক আহমেদ, এসআই সাইফুল ইসলাম সহ অন্যান্য অফিসার বৃন্দ ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান প্রমূখ।
CBALO/আপন ইসলাম