মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৭ মার্চ, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুজিববর্ষে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন শেষে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনের মঞ্চে দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপর্ণ বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নির্বাচিত জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর