সিরাজগঞ্জের কামারখন্দে ২১ দিনের শিশু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে,উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি গ্রামে আজ শনিবার (৬ মার্চ) বেলা সাড়ে এগারো টার দিকে। শহিদুল ইসলামের স্ত্রী,চুরি হওয়া শিশুর মা ফরিদা বেগম জানান, আমার সন্তানকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে বাড়ির পাশে কাজ করছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি আমার সন্তান নেই। পরে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারে না। স্থানীয়রা জানান, শিশুটির মা ফরিদার কান্না শুনে আমরা এখানে এসে শুনতে পাই ঘর থেকে তার সন্তান হারিয়ে গেছে। পরে আমরা খোঁজাখুঁজি করে না পেলে পুলিশকে খবর দেই। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং শিশুটিকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছি।
CBALO/আপন ইসলাম