মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ই-পেপার

পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আঃ সালাম শেখ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 
আপডেট সময়: শনিবার, ৬ মার্চ, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আঃ সালাম শেখ তার এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এক মতবিনিময় সভা করেন। ৫ মার্চ (শুক্রবার) বাদ মাগরিব তার নিজ বাড়িতে (সরদার পাড়া) ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোঃ নঈম মোড়লের সভাপতিত্বে রিপানুর রহমান রিপনের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তি-সহ সাধারণ জনগনও তাদের মুল্যবান মতামত তুলে ধরেন। এ সময় আঃ সালাম বলেন, আমি জনগণের মনোনীত প্রার্থী, এই ওয়ার্ডের জনগণই আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনে আমি আমার এলাকার জনগণের সুখে -দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, আমি কাউন্সিলর হই আর না হই আগামী দিনগুলোতেও জনগনের পাশে থাকতে চাই। এসময় তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন, দাবী ও মতামত শুনেন, তাদের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে তাদের দাবী পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন। মতবিনিময় সভা শেষে সকলের কাছে দোয়া চেয়ে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর