আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীন অবকাঠামোর অংশ হিসেবে এবং গাইবান্ধা- ৩, পলাশবাড়ী- সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের জিয়াউর রহমানের বাড়ী থেকে লালমিয়ার বাড়ী পর্যন্ত ১৩০ মিটার গ্রামীন মাটির রাস্তা টেকসই করনের লক্ষে হেরিং বন্ডের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। কাজটির দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তাজদীদ এন্টারপ্রাইজ।
৩১ মে রবিবার উক্ত কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পলাশবাড়ী পৌর প্রশাসক জননেতা আবু বকর প্রধান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, স্থানীয় ঠিকাদার হাবিব, পৌর সহায়ক সদস্য ময়েন উদ্দিন মেম্বার, শাহাদত মেম্বার, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ছাবিনা ইয়াসমিন ঝুনু, সাধারন সম্পাদক উম্মে হানী ও জিল্লুর রহমান খাজা প্রমুখ। রাস্তা উন্নয়নের কাজ দেখে অত্র এলাকার সবাই আনন্দ প্রকাশ করেছেন।