কে এম রিয়াজুল ইসলাম, বরগুনা:
বরগুনার বামনা উপজেলার উওর গুদিঘাটা গ্রামে একটি আখের চারা রোপনকে কেন্দ্র করে মোকছেদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার ভোর চার টার সময় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার বিকাল ৪ টার সময় বামনা উপজেলার চলাভাংগার দক্ষিন গুদিঘাটা গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে মোকছেদ হাওলাদার (৪৫) ও শহিদ হাওলাদারের ছেলে সুমন (২২) মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে একটি আখের চাড়া রোপনকে কেন্দ্র করে উভয়ের সংঘর্ষ বাধে এসময় সুমন একটি লাঠি দিয়ে মোকছেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেলে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমার কাছে এখনও কোন লিখিত অভিযোগ আসেনি কিন্তু আমার সরকারি টেলিফোনের মাধ্যমে জানতে পেরেছি এরকমের একটি ঘটনা ঘটেছে। শোনার সাথে সাথেই আমি এক নম্বর আসামীসহ তিনজনকে আজ সোমবার সকালে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন, এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।