পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তাবিত আটোয়ারী উপজেলা অটো ভ্যান চালক সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে এবং উপজেলা সমবায় বিভাগের সহযোগিতায় একদিনের নিবন্ধন পূর্ব প্রাক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) সংগঠনের নিজস্ব কার্যালয়ে আটোয়ারী উপজেলা অটো ভ্যান চালক সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দের অংশ গ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে সমবায়ের নিয়ম নীতি, সমবায় সমিতির উদ্দেশ্য ও সফলতা সম্পর্কে গুরুত্বপুর্ণ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী , ভ্যান চালক সমবায় সমিতির সভাপতি কমির উদ্দীন প্রমুখ।
CBALO/আপন ইসলাম