সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম