মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা মিরু সন্ত্রাসী হামলায় নিহত

স্টাফ রিপোর্টার :
আপডেট সময়: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ৬:২৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিরু সিঙ্গাইর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। জানা গেছে, সোমবার রাতে সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন মিরু। এসময় উপজেলার পুরাতন গোডাউন চত্বরে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। সিএনজিচালিত অটোরিকশায় ওঁৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। পরে মিরুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, এমপি মমতাজের বাসায় অনুষ্ঠান ছিল। সেখানে নেতাকর্মীরা গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন মিরু। গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকাল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর