মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

ডোমারে ধরধরা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ভাঙ্গা অবকাঠামো পূর্ণনিমানের নিমিত্তে ডিজাইন ডিস্কাশন আলোচনা সভা অনুষ্ঠিত 

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১ মার্চ, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে হরিণচড়া ইউনিয়নে পু্র্ব হরিণচড়া গ্রামে ২৭শে ফেব্রুয়ারী দুপুরে ধরধরা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ভাঙ্গা অবকাঠামো পুনরায় নির্মানের নিমিত্তে ডিজাইন ডিসকাশন বিষয়ক এক আলোচনা শোভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শোভায় পানি ব্যাবস্হাপনা কমিটির সকল সদস্যদের ও গ্রামবাসীর উপস্হিতিতে প্রকল্পন ডিজাইন ও ম্যাপ করেন ঢাকা থেকে আগত ডিজাইন স্পেশালিষ্ট সুধীর কুমার শর্মা, এলজিডি ও পানিব্যবস্থাপনা ঢাকা।
উপস্থিত ছিলেন, হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, আলোচনা শোভায় সভাপিত্ব করেন ধরধরা পানিউন্নয়ন কমিটির সভাপতি ফিরোজ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাবলু ইসলাম, ওয়াড সদস্য মহিলা তোসকিনা বেগম, মনিরুল ইসলাম ফিশারিশ ফ্যামিলিটেটর, মৎস্য, ডোমার,রনজন গুহ, উপ-সহকারী প্রকৌশলী ডোমার, আবুল বাশার মন্ডল জেনারেল ফ্যামিলিটেটর, ডোমার, মোহাম্মদ রাকিবুল হাসান জেনারেল ফ্যামিলিটেটর, ডোমার, সমিতির জমি দাতা পক্ষে আলমগীর ইসলাম, ওবায়দুল ইসলাম, আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা ও সাংবাদিক নুরকাদের সরকার ইমরান,এস.কে হিমেল  সহ অনেকে।
হরিণচড়া বাসীর র্দীঘদিনের দাবী ছিল, নালাটা পুর্ন খনন করে পানি নিষ্কাশন ও একটি নতুন সুইজগেট নির্মান, ব্লক দিয়ে বাধ  নির্মান, এ বিষয়ে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন প্রকল্পটি হলে হরিণচড়া ইউনিয়ন বাসীর স্বপ্ন পুরন হবে। ও তারা ভীষন ভাবে উপকৃত হবে।
প্রায় সাতশত একর জমির ফসল রক্ষা হবে,এখন কৃষকেরা ঝুঁকিতে রয়েছে তাই প্রকল্পটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হলে হরিণচড়া বাসী সকল মানুষ উপকৃত হবে। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর