মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:১৪ অপরাহ্ণ

মোংলা বন্দরের পশুর নদীতে একটি কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবে গছে।ডুবন্ত জাহাজ থেকে সকল নাবিক ও আরোহীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।কোন হাতাহতের ঘটনা ঘটেনি।জাহাজের উদ্ধার কাজ এখনো শুরু করা হয়নি।

ডুবে যাওয়া কার্গো জাহাজটির মাষ্টার ওসমান আলী জানিয়েছেন,মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ এ নোঙ্গর করে থাকা বিদেশী জাহাজ এম,ভি জসকো থেকে শনিবার ২৮ ফেব্রুয়ারী প্রায় ৭শ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮ নওয়া পাড়ার উদ্দ্যেশ্যে রওনা হয়।পথিমধ্যে রাত ১১ টার দিকে জাহজ টি মোংলার পশুর চ্যানেলের বানিশান্তা নামক স্থানে অদূরে কানাইনগর এলাকায় পৌছালে ডুবে যায় ।ধারনা করা হচ্ছে নিমজ্জিত জাহাজটির তলা ফেটে গেছে।এ সময় ওই জাহাজে অবস্থান করা মাষ্টার-ড্রাইভার ও নিরাপত্তা কর্মি সহ ১২ জন সাতরে নিরাপদে কিনারায় উঠতে সক্ষম হয়।পরে বন্দর সংশ্লিষ্ট কর্তব্যরত  ব্যাক্তিরা তাদের নিরাপদ স্থানে নিয়ে আসে।এ রিপোর্ট লেখা অবধি উদ্ধার কাজে তেমন কোন অগ্রগতি নাহলেও ঘটনাস্থলের আশে পাশে মাইকিং করে সতর্কতা জারি করা হয় বলে জনিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

নিমজ্জিত কার্গো জাহাজটি বন্দরের মূল পশুর চ্যানেলের বইরে রয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ।এছাড়াও বন্দরের নৌযান চলাচলের মূল চ্যানেল নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বন্দর হারবার মাষ্টার ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর