মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ধর্ষিতা গৃহবধুর সন্তান প্রসব

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামে গৃহবধু ধর্ষণের ঘটনায় অন্তঃসত্তা হয়ে পড়া ওই গৃহবধু শনিবার রাতে মৃত সন্তান প্রসব করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধু। থানায় অভিযোগ দেয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তিন সন্তারে জননী ধর্ষিতা ওই গৃহবধু (৩০) রবিবার সকালে জানান, কর্মের সুবাদে গত দুই বছর যাবত তার স্বামী ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে গত আট মাস পূর্বে একই গ্রামের আইউব আলী সিকদারের ছেলে তিন সন্তানের জনক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল সিকদার তার ঘরে পানি খেতে গিয়ে তাকে অজ্ঞান করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত¡া হয়ে পরেন। শনিবার দুপুরে ওই গৃহবধু থানায় হাজির হয়ে ধর্ষক আবুল সরদারের (৩৫) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এদিকে শনিবার রাতে ওই গৃহবধু নিজ বাড়িতে একটি মৃত পুত্র সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পরে অসুস্থ হয়ে পরলে রবিবার ভোরে ওই গৃহবধু উপজেলা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি ভূক্তভোগি গৃহবধু লম্পট আবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গৃহবধুর প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে রবিবারই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শনিবার ভুক্তভোগী এক নারী এ সংক্রান্ত তাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, তিনি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর