ভাষা পরম শীতলপাটি
মায়ের স্নেহ ছোঁয়া ,
ভাই বোন দাদা দিদি
বাড়ির উষ্ণ দাওয়া ।
ভালোবাসা আসে বসে
ভাবের শীতলপাটি ,
সে যে আমার বাংলা ভাষা
বাংলা মায়ের মাটি।
বসন্তেরই রাঙা পলাশ
নদী পাহাড় গিরি ,
স্বয়ং শুভ অহং দেব
বয়ম বঙ্গধারী ।
সৌরভে আর গৌরবতে
বৈভবে ভূ বাটি ,
সে যে আমার বাংলা ভাষা
ভাবের শীতলপাটি।
CBALO/আপন ইসলাম