জন্মভূমি থেকে এক পা বেরিয়ে দেখ
সাক্ষাৎ হবে কঠিন বাস্তবতার সাথে,
ক্ষুধার্ত হিংস্র সিংহের ন্যায়
বাস্তবতা মনে হবে,চলার পথে।
যেন কাটায় সজ্জিত পথে একা
হাটতেছ খালি পায়ে রক্ত ক্ষয়ে,
তবু মিলছেনা লক্ষ্যের সন্ধান
ইহাই বাস্তবতা,চলতে হবে সয়ে।
চক্ষু থেকে ঘুম হারিয়ে যাবে
দু’বেলা দু’মুঠো আহারের খোঁজে,
চারদিক ধূ-ধূ মরুময় হয়ে উঠবে
থাকবেনা এমন লোক,যে আর্তনাদ বুঝে।
বিরক্তিকর নিঃসঙ্গ একাকী সময়
মৌমাছির মত চারদিক থেকে ছুটে আসবে,
খোলা মাঠের ঘাসের উপর থাকবে পড়ে
ভাসবে আকাশে শকুন,চিড়ে খাবে ভেবে।
CBALO/আপন ইসলাম