দীর্ঘ ১৭ বছর পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সংসদের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, উল্লাপাড়া সংসদ সদস্য তানভীর ইমাম,রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.বিমল কুমার দাস, মোঃ মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারী শেখ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, এ্যাড.জাহিদ হোসেন, এ্যাড.আব্দুল আলিম মিয়া জুয়েল প্রমুখ।
CBALO/আপন ইসলাম