মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

মাদক উদ্ধারে শ্রেষ্ঠ ডিবি অফিসার আসাদুজ্জামানকে ক্রেষ্ট প্রদান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ

মাদক উদ্ধারে রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই আসাদুজ্জামান খান।বৃহস্পতিবার সকালে বরিশাল বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বরিশাল রেঞ্জের চৌকস ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) গত জানুয়ারি মাসে মাদক উদ্ধারে “শ্রেষ্ঠ ডিবি অফিসার” হিসেবে এসআই আসাদুজ্জামান খানকে নির্বাচিত করেন। পরে শ্রেষ্ঠ ডিবি অফিসারকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরকার কায়সারসহ রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপারগন এবং ডিআইজি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরপূর্বে এসআই মো. আসাদুজ্জামান খান জেলার গৌরনদী মডেল থানার কর্মরত থাকাকালীন সময় মাদক ব্যবসায়ীদের কাছে সে মুর্তিমান আতঙ্ক ছিলেন। সেসময়ও মাদক উদ্ধারের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি (আসাদুজ্জামান) ভোলার জেলায় ডিবি’র এসআই হিসেবে সুনামের সাথে কর্মরত রয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর