বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে পূর্ণ বহাল করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব স্বাভাবিক নিয়মে পরিচালনা করবে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবংছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের অনুমোদন করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি মতে তাদের অর্পিত দায়িত্ব স্বাভাবিক নিয়মে চলবে এবং কোন বিধি-নিষেধ থাকবে না। এই খবর নিশ্চিত হওয়ার পর থেকে জেলার অঙ্গ সংগঠন কেন্দ্রীয় ছাত্রদল কে ধন্যবাদ জ্ঞাপন করে পূর্ণ বহাল জেলা ছাত্রদলকে অভিনন্দনের ঝড় তুলেছে গণমাধ্যমে।
CBALO/আপন ইসলাম