সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরে শিক্ষকের কাছ থেকে চাঁদানেওয়ার মামলায় কলেজ অধ্যক্ষ জেলে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ

কামরুজ্জামান কানু #

জামালপুরে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

২৪-ফেব্রুয়ারি স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি জাহিদ আনোয়ার জানান, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদোন্নতির জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ওই কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ তিন শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা নেন। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি মামলা করেন উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন। দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এ রায় দেয় আদালত।

মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরো একটি মামলা আদালতে বিচারাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর