সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ইয়াহিয়া ও লুৎফর রহমানের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ফেব্রয়ারি)সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালযের সামনে মুক্তিযোদ্ধা কমান্ডের দপ্তর কমান্ডার মোহাম্মদ আলী ইয়াহিয়ার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, হেলাল উদ্দিন ও সিরাজসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বক্তারা মিথ্যা মামলাকারির বিরুদ্ধে শাস্তি দাবি করেন এবং কান্না জড়িত কণ্ঠে বলেন,এটা খুবই দুঃখ জনক জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা।
জানা যায়, উপজেলার কুরকি মৌজায় জমি বন্টনকে কেন্দ্র করে, দুই মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজে ছোট করার জন্য মিথ্যা বানোয়াট সড়যন্ত্রমূলক ভাবে কোর্টে মামলা করেন একই গ্রামের মৃত শেরআলী সিকদারের ছেলে আবুল কালাম আজাদ (মাষ্টার)। তারই প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধনে সকল মুক্তিযোদ্ধারা যোগদেন এবং মিথ্যা মামলাকারির বিরুদ্ধে শাস্তি দাবি করেন।
CBALO/আপন ইসলাম