হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
চলতি বোরো মৌসুম ও আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষকদের পরামর্শ ও সঠিকভাবে তদারকির জন্য কৃষি কর্মকর্তা ও কর্মচারির মাঝে পিপিই বিতরন করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব করোনা সামগ্রী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও আহসান হাবীব। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল হক জানান, স্বাস্থ্যঝুকি এড়াতে উপজেলা কৃষি অফিসের অর্থায়নে ৪৩ জন কর্মকর্তা কর্মচারির মাঝে এই পিপিই বিতরন করা হয়।
তিনি আরো বলেন, কৃষকদের পরামর্শসহ যেকোন পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালনকালে তাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার ৭৭ হাজার ৭৭টি কৃষক পরিবারকে নিরাপদে কৃষি বিষয়ক সেবা দেওয়া যাবে।
এছাড়াও করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্ববাসী আজ আক্রান্ত। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চলাফেরা করলেই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ করোনাুমক্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।