বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ৩ পুলিশ সদস্য সহ মোট আক্রান্ত ২৩ সুস্থ ৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২০, ৭:৪৯ অপরাহ্ণ

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে ৩ পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের ২ জন সহ মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে (২৫ মে)নাগরপুর থানার একজন পুলিশ সদস্য সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন। ঐ পুলিশ সদস্যের সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা পরীক্ষার ফলাফলে ৩১মে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।
আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন, নাগরপুর থানার এসআই আলমগীর, এসআই সৈয়দ আলী, কনস্টেবল জব্বার।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান জানান, প্রথমে আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে আসা অন্যদের নমুনা ফলাফলে আজ আরও ৩ জন পুলিশ সদস্য ও পরিবারের ২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলোশনে রাখা হয়েছে। খুব দ্রুত তাদের চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, পুলিশ সদস্য সহ উপজেলায় করোনা আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা ২৩, সুস্থ হয়েছে ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর