তোমাতে অনেক কিছু বলতে ইচ্ছে হয়,
না বলা কিছু কথা রোজ ভাষা পায়।
শরীর দেখানো লেখক সব নামবে রাস্তায়,
রূপের ভাষার আবৃত্তির কথা সাহিত্যিক।
প্রভাতফেরী ওদের,
চুপচাপ ভাষার বর্ণমালা বিনি সুতোয় গাথি।
আর ওইসব চোখের ভাষার সর্বআশা,
আর্তনাদ আর বিষাদ জাগায় হতাশা।
রোমান সংখ্যায় ভাষায় রোমাঞ্চকর,
ক্ষুধার পেটে আজ যারা ভাষা হীন,
ক্ষুরধার আর্তনাদ আর বিষাদ ভাষা।
তবু শরীরের ভাষা দেখে চমকে উঠি,
টুপটাপ ঝরে পড়া ভাষা কে মনে রাখে?
কিংবা ডাকে বসন্ত সাখে।
নিশিভর কুয়াশা জমে জাগে
শিশির ঝরা ভাষা।
কারো ভাষা আর্তনাদ কারো কান্না জড়িত বিষাদ,
নিস্বাদ ভাষা কে শুনতে চায়?
তবু আঁখিপটে কারো ভাষার ঘোলা জল,
তবু তোমাকে কাছে পাওয়ার ভাষা চঞ্চল।
ভাষার গভীর সন্ধিক্ষণে ,
না বলাই ভাষা যেখানে।
কত ভাষা
রাখে অনেক নাবলা কথা বলার প্রত্যাশা।
CBALO/আপন ইসলাম