চুপ থাকাটাই রাষ্ট্র ভাষা চাই।
বোবার কোন শত্রু নেই।
রক্তে বারেুদে মাখা
ভাষার অক্ষর লেখা।
ফেব্রুয়ারী মানে এখন শুধুই প্রভাতফেরী,
তার চেয়ে শুধু নির্বাক হয়ে ফিরি।
বুকের ভিতর সোরগোল পাকায় না বলা আর্তনাদ,
চারিদিকে বলতে না পারার বিষাধ।
ফেব্রুয়ারীর হুক্কা হুয়া পাশে থাকে বাকবাকুম,
আপনি পাশে থাকুন।
রাষ্ট্র ভাষা হবে শুধু চুপ চাপ,
বললে কথা শব্দ হবে পিঠে ধুপ ধাপ।
চুপ থাকাটাও এখন ভাষা নির্বাক,
চুপ থাকে তাই বিবেক।
অ,আ অক্ষরে এখন লেখা হয়
শুধু আহ্ উহ্ বানান লিখতেও ভয় ।
CBALO/আপন ইসলাম