অ আ বর্ণমালা,উ আ শব্দ জ্বলা।
আমি দিলাম অগ্নি জ্বলা,
কেউ দিল ফুল,আর কেউ দিল মালা।
চাঁরিদিকে এখনো পায়না খেতে যারা,
রাত ভর দরিদ্রতা দেয় পাহারা।
কেউ রাত জেগে রয় উচ্চাভীলাষি,
কেউ ক্ষুধার্থ মানুষের দূঃখ পিয়াসী,
আজো আবেগে কেউ আত্মহারা,
কি ক্ষুধাতুর বস্ত্র হারা।
দূঃখ যে ভাষায় আসে,সেই সুর শুনে সুখ পরবাসে।
দূঃখ ভাষার বানান জানেনা যারা কেবলি নামতা গোনে,
অবিশ্বাসি চোখে যাবা বিশ্বাসের ভাষা শোনে।
এখনো ভাষা বলে,বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে,
এখনো বেদীতে ফুল পড়ে,
যেদিকে অশ্রু ঝরে,সুশ্রসা পায়না।
এখনো ওরা ধান দিয়ে গোলা ভরে,
খেতে পায়না যারা গান দিয়ে গলা ভরে।
ভুখা পেটে যারা মাদল বাজায়।
দূঃখের ভাষা আছে যার নাম হতাশা।
জড়ানো কন্টোকো পথে আছে ভাষা ছড়ানো,
CBALO/আপন ইসলাম