শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরের লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫১ পূর্বাহ্ণ

পাবনার চাটমোহরের লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার আলীর বিরুদ্ধে করণিক কাম কম্পিউটার অপারেটার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। মো. তোরাব আলী নামক এক আবেদনকারীর নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে নিয়োগ দিতে তিনি উঠে পড়ে লেগেছেন এমন অভিযোগ এনে বিদ্যালয়টির সভাপতির বরাবরে করণিক কাম কম্পিউটার অপারেটার পদে ৮ জন আবেদনকারী লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোজাহার আলী নিজে বিশেষ সুবিধা নিয়ে চাকুরী প্রার্থী মো. তোরাব আলীকে নিয়োগ দিতে লাঙ্গলমোড়া বাজার ও প্রার্থীর নিজ বাড়িতে একাধিক গোপন বৈঠক করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতিকে বাদ দিয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

লাঙ্গল মোড়া উচ্চ বিদ্যালয়ে করণিক কাম কম্পিউটার অপারেটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে ১৪ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৮ জন প্রার্থীর অভিযোগ, প্রধান শিক্ষক মো. মোজাহার আলী তোরাব আলীর সাথে গোপনে বৈঠক করে নিয়োগ প্রদানের ক্ষেত্রে অস্বচ্ছতা ও দুরাভিসন্ধিতে ব্যস্ত আছেন । পাশাপাশি প্রার্থীরা স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ চেয়ে সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে বর্তমানে চাপাক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো. রায়হান সরদার বলেন,প্রধান শিক্ষক মো. মোজাহার আলী একজন অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তি। তার অযোগ্যতা ও সীমাহীন দুর্নীতির কারনে বিদ্যালয়টি এখন ধ্বংসের পথে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে মো . মোজাহার আলী বলেন একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।

এব্যপারে বিদ্যালয়টির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, নিয়োগ প্রত্যাশী ৮ প্রার্থী প্রধান শিক্ষকের অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে প্রধান শিক্ষক মো. মোজাহার আলী ম্যানেজিং কমিটির কোন কথা না শুনে তিনি একক সিধান্তে মো. তোরাব আলীকে নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

One response to “চাটমোহরের লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ”

Leave a Reply to Abdur Rahim Chad Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর