সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৮নং সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আকমল হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার চরবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরকারের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসিমুর রহমান নাসিম, উপ-দপ্তর সম্পাদক এস. এম আহসান হাবিব এহসানসহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ভোটের ফলাফল ঘোষণা করেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর। এতে সভাপতি পদে আকমল হোসেন বাদশা ১৫৬ ভোট, আব্দুল আজিজ সরকার ৮৭ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম ১৩৫ ভোট, মামুনুর রশিদ ৫৮ ভোট , নজরুল ইসলাম ৪৯ ভোট ও সেলিম রেজা ০১ ভোট পায়।
CBALO/আপন ইসলাম