সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাচীনতম চিনাধুকুড়িয়া ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে ১১৭ তম বর্ষপুর্তি উপলক্ষ্যে প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এখন যারা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে অবস্থান করছেন এমন শতশত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উক্ত পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারী) স্কুল চত্বরে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতি: সচিব মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিনাধুকুড়িয়া ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ঢাকা বাংলা কলেজের বিভাগীয় প্রধান(বাংলা) প্রফেসর নাজনীন সুলতানা খুশী।এআইএমএস প্রকল্প(ব্যানবেজ)ঢাকা পরিচালক মোঃ শামছুল আলম,জাতীয় রাজস্ব বিভাগের ২য় সচিব(ট্যাক্স) ডিপুটি কমিশনার(ট্যাক্সেস) মোঃ আবু মুসা, এমবিবিএস মোবারক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মজিদ সহ উক্ত বিদ্যালয়ের শতশত কৃতি শিক্ষার্থী গন।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিবুল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন,অত্র বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক আয়নুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা রঞ্জু,এডভোকেট বিন আমীন সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
১১৭ তম বর্ষপুর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,উল্লাপাড়া উপজেলার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান মতিন।
CBALO/আপন ইসলাম