সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহর ক্রিকেট একাডেমি আয়োজিত ‘অনুভূতি প্রকাশ’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২০, ৭:২৯ অপরাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমি আয়োজিত ‘ক্রিকেট প্রেমীদের ভালোবাসা ও অনুভূতি প্রকাশ’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৩১ মে রবিবার দুপুর সাড়ে ১২ টায় পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমি’র সভাপতি সরকার মোহাম্মদ রায়হান।

এ সময় চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর ক্রিকেট একাডেমি’র সাধারণ সম্পাদক মো: ফজলুল হক কালু, সহ-সাধারণ সম্পাদক শ্রী রাজিব কুমার বিশ্বাস রাজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী মানিক দাস, সদস্য সাব্বির রহমান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী নেহাল হাসান জীবন-কে একটি ক্রিকেট ব্যাট, ২য় স্থান অধিকারী মেহেদী হাসান মিথেল-কে একটি জার্সি এবং ৩য় স্থান অধিকারী মো: জনি আহমেদ-কে একটি ক্যাপ উপহার প্রদান করা হয়। এছাড়াও চাটমোহর ক্রিকেট একাডেমি’র পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান-কে সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর