মাগো তোমার কোলে জন্ম নিতে পেরে আমি
ধণ্য।
তোমার তরে আমার সহস্র প্রনাম।
বাংলা ছিলো বলে আজ আমরা গর্ব করে বলতে
পারি আমরা বাঙালি।
মাগো আমার দেশের রাষ্ট্র ভাষা বাংলা।
যে ভাষা তে আমি ও পুরো বাঙ্গালি জাতি
কথা বলি।
যে ভাষার জন্য বুকের তাজা রক্ত দিলো রফিক,
সালাম, বরকতেরা।
মাগো আমরা তোমার নবীন সেনা।
আমরা হতে দেবো না এই ভাষার অপমান।
মোরাও করতে পারি ভাষার জন্য যুদ্ধ দিতে
পারি প্রাণ।
মাগো তোমার কোলে জন্ম নিতে পেরে আমি ধণ্য।
CBALO/আপন ইসলাম