যেদিন মাগো থাকবে না
এই জগতে তুমি,
সেদিন আমি র’বো পড়ে
তোমার পায়ে চুমি।
যেদিন তুমি থাকবে না মা
কেমনে যাবে রাত,
মাথায় সেদিন খোকা বলে
বুলাবে না হাত।
তুমি ছাড়া খালি ঘরে
লাগবে বড়ো ভয়,
এই কথা যে বারেবারে
মোর মনে হয়!
যেদিন তুমি থাকবে না মা
হ’বো বড়ো একা,
স্বপ্ন যুগে মাগো তুমি
দিও না হয় দেখা।
CBALO/আপন ইসলাম