“একুশ”
নাঈম ইসলাম বাঙালি
উৎর্সগঃ জ্ঞানসিঁড়ি পাঠাগার
স্বরবৃত্তঃ ৪+৪+৪+২
==================
একুশ আমরা কিনে আনছি
ভাইয়ের রক্ত দিয়ে,
সালাম শ্রদ্ধা জানাই আমরা
শহীদ মিনার গিয়ে।
শৃঙ্খল ভেঙে ভাষার তরে
গাই যে একুশে’র গান,
একুশ মোদের প্রভাত সূর্য
উঠেছে ভাই মোর প্রাণ।
শহিদ মিনার ইটের তো নয়
ভাইয়ের মাংসে গড়া,
রং গুলো যে আঁখির জলে
ভাইয়ের রক্ত ভরা।
একুশ একটি সংখ্যা যে নয়
মায়ের মুখের কথা,
একুশ ত ভাই মহা হিসাব
নাহি মিলে যথা।
একুশ আমি গুণতে বসছি
হয় না কভু ভাই শেষ,
একুশের গান গাইতে আছি
তৃপ্ত থাকে ত রেশ।
CBALO/আপন ইসলাম