তোমারে দেখলে অনেক কিউট লাগে,
মনে হয় তোমার লগে ঘর বাঁইন্ধাছিলাম অনেক আগে।
নিশিতে কথা কইছিলাম,
তোমার লগে প্রেম করছিলাম-
গায়ের সেই দিঘীরপাড়ে হিজল তলে।
তখন ঠিক এই বসন্ত আছিলো,
চারিদিকে ফুলের সুবাস আছিলো,
শুধু বাঁইচাছিলাম তুমি ছাইড়া যাবেনা বলে।
তুমি একটা বেলা আমারে না দেইখে থাকতেনা,
যখন কলেজে যাইতাম জানালা দিয়া চাইয়া থাকতা,
আর মুস্কি-মুস্কি হাইসা দিয়া আঁচল দিয়া মুখ ঢাকতা।
চাঁদনি রাইতে তুমি আমারে কইছিলা তোমারে ভুইলা গেলে,
সেইদিন তুমি মইরা ভুত হইয়া যাইবা,
অথচ তোমার দেওয়া সেই উপহার ঠিকই আছে,
কিন্তু তুমি আছো অন্যকারো কাছে।
তুমি কইলে আমি তোমারে লইয়া হারাইয়া যাইতাম,
এই রাজপ্রাসাদ ছাইড়া তোমার কাছে যাইতাম,
তোমারে লইয়া একটা সুখের ঘর বাঁধতাম।
অথচ তুমি এত প্রেম ফালাইয়া রাইখা,
চইলা গেছো এক অন্ধকার,অচেতন শহরে,
যেখানে মানুষের আবেগ-অনুভূতির কোন মূল্য নাই,
যেখানে কেবলই আছে চোখের জল,প্রেমের মূল্য নাই।
তোমার শেষ উপহার একবুক কষ্টে বুকটা ফেঁটে যাচ্ছে,
দেখার মত কেউ নাই,তিলে-তিলে অনুভূতি হাড়িয়ে যাচ্ছে,
শ্বাস-প্রশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে।
CBALO/আপন ইসলাম
❤️🖤💙🤎🧡🧡🧡আন্তরিক ধন্যবাদ