রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিশু মোহাম্মাদ – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২০, ৫:১৮ অপরাহ্ণ

বিশ্ব নবী, দয়াল নবীর জন্ম
আব্দুল্লাহ ও মা আমেনার ঘরে,
বড় হয়েছেন তিনি
কঠোর পরিশ্রম করে ।

নবী আমার এতিম হয়
মাত্র ছয় বছরে,
শিশু জীবন কাটে তাহার
দাদা মোত্তালিব ও চাচা আবু তালিবের ঘরে।

মোহাম্মাদ (স:) এর সততায়
কুরাইশরা সবাই হয় খুশি,
ধন-সম্পদের হেফাজতে
রাখে সকল মক্কাবাসী ।

নবী আমার মোহাম্মাদ
সৎ ও বিশ্বাসীদের দলে,
আদর ও ভালবাসায় ডাকতো
সবাই আল-আমিন বলে।

দুধ মা হালিমা দেখেছে
দয়াল নবীর মহানুভবতা,
দুধ ভাইদের প্রতি ছিল
অনেক মায়া- মমতা।

শিশু নবীর সততায় মুগ্ধ হয়ে বলে
এক খ্রিষ্ট্রান যাজক কবি,
ইনজিল কিতাবে উল্লেখ আছে
এই শিশুই হবে শেষ রাসুল ও নবী ।

লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭৪০-৭১৪৬৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর