জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সরস্বতী পুজোর সন্ধ্যায় এক বিজেপি নেতার আগমন ঘিরে জল্পনার পাখি ডানা মেলেছে, তবে কি টলিউডের দাদা এবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন?
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজেপির থিঙ্ক ট্যাংকের সদস্য অনির্বান গাঙ্গুলি হঠাৎই প্রসেনজিতের বালিগঞ্জ ফাঁড়ির বাড়িতে যান। অভিনেতাকে নিজের লেখা‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’বইটিও উপহার দেন। প্রায় আধ ঘণ্টা আলোচনা করেন দুজনে।
ভারতের বিধানসভা নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে পালাবদলে লেগে রয়েছে নিত্য নতুন রঙ্গ। সরস্বতী পুজার দিনে প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতার আগমন তাতে যোগ করেছে নতুন মাত্রা।
রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার অবশ্য দাবি, বই দিতেই এদিন অভিনেতার বাড়িতে গিয়েছিলেন অনির্বাণ। তাতে রাজনৈতিক রঙ খোঁজার দরকার নেই। সেই ‘সৌজন্য সাক্ষাৎ’ নিয়ে প্রসেনজিতের কোনো প্রতিক্রিয়া না মিললেও গুঞ্জন ক্রমশ বাড়ছে।
দিল্লি থেকে অনির্বানকে বিজেপি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবিদের বিজেপির ভাবাদর্শ সম্পর্কে পরিচিত করতে। তবে কি প্রসেনজিতের গেরুয়া শিবিরে যোগদান শুধু সময়ের অপেক্ষা? জল্পনা শুরু হয়েছে সর্বত্র।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সম্পর্কিত অনুষ্ঠানে প্রসেনজিৎ হাজির ছিলেন। যদিও অভিনেতার পক্ষ থেকে জানানো হয় যে তাঁকে এবং মমতাশঙ্করকে ডাকা হয়েছিল প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিতে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর দূরত্বের কথা সবার জানা। বিজেপি কি সেই জায়গাটি নিতে চাইছে? প্রশ্ন একটাই, এতদিন রাজনীতি থেকে দূরে থাকা প্রসেনজিৎ কি রাজনীতির মঞ্চে আসতে রাজি হবেন?