ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি নির্বাচনে মাস্তানি-গুণ্ডামি ও ভোট চুরির মহোৎসব হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভোট জালিয়াতি একটি সাধারণ রেওয়াজ হলেও আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোট চুরিকে প্রতিষ্ঠানিককরণ করেছে তা নজিরবিহীন। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন নিরাপত্তা বাহিনীগুলোকেও তারা ভোট চুরির কাজে ব্যবহার করেছে।
তিনি বলেন, রবিবারের পৌর নির্বাচনেও তারা যা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। সম্মিলিত মাফিয়াতান্ত্রিক ভোট ডাকাতির আরেকটি বীভৎস দৃষ্টান্ত স্থাপন করল স্বাধীনতার ‘কথিত’ নেতৃত্বদানকারী দলটি।
একের পরে এক জাতীয় ও স্থানীয় নির্বাচনকে এভাবে গুণ্ডামি-মাস্তানি ও চুরির উৎসবে পরিণত করায় গণতন্ত্র ও নির্বাচনের প্রতিই মানুষের আস্থা হারিয়ে গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতিই এর প্রমাণ বহন করে।