শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

নায়িকার ধমক খেয়ে সারারাত নাচের অনুশীলন করেছেন শাহরুখ ও সালমান

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ণ

বলিউডের দুটি উজ্জ্বল নক্ষত্রের নাম শাহরুখ এবং সালমান। তাদের জনপ্রিয়তার কাছে পরিচালক, প্রযোজকদেরও কথা চলে না। তারা যেভাবে চান সেভাবেই শুটিং এগিয়ে চলে। কিন্তু একবার এক নায়িকার ধমকে তারা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন। পরদিন একদম চুপচাপ শুটিং করেছিলেন।

১৯৯৫ সালের চূড়ান্ত সফল ছবি ‘করণ-অর্জুন’। এই ছবিতে শাহরুখ এবং সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। প্রথম থেকেই ছবির শুটিং নিয়ে যথেষ্ট গা ঢিলেভাব নিয়ে চলছিলেন দুই খান। অনেক ক্ষেত্রেই তাদের জন্য একই দৃশ্য বারবার শুট করতে হচ্ছিল। কিন্তু শাহরুখ-সালমানের জনপ্রিয়তার দিকে তাকিয়ে তাদের কিছুই বলতে পারছিলেন না ছবির পরিচালক। মনে মনে বিরক্ত হলেও তাদের সহকর্মীরাও মুখে তা প্রকাশ করছিলেন না।

বাকিদের মতো দুই নায়কের উপর বিরক্ত ছিলেন ছবির নায়িকা মমতা কুলকার্নি। এই ছবিতে একটি নাচের শুটিংয়ের সময় শেষে বিরক্তি আর চেপে রাখতে না পেরে শাহরুখ-সালমানকে খুব বকাবকি করেন মমতা। ওই দৃশ্যে দুই খানের সঙ্গে মমতাকেও দেখা যাওয়ার কথা ছিল। এজন্য মমতা শুটিংয়ের বাইরেও খুব ভাল করে প্রশিক্ষণ নেন যাতে একটি টেকেই পুরো নাচের শুটিং শেষ হয়। কিন্তু হয়েছিলো ঠিক উল্টো। বারবার রি-টেক দিতে হচ্ছিল মমতাকে।

মমতা আগে থেকে নাচ অনুশীলন করলেও শাহরুখ এবং সালমান একেবারেই তা করেননি। উপরন্তু তারা শুটিংয়ের সময় কোরিওগ্রাফারের কাছে একটু করে শিখে শুট করছিলেন। ফলে বার বার তাদের রি-টেক দিতে হচ্ছিল। একটা সময়ের পর বেজায় রেগে যান মমতা। শুটিং সেটেই শাহরুখ এবং সালমানের উপর চিৎকার করে ওঠেন তিনি। সেটে হাজির সকলেই বিস্মিত হয়ে যান। বিস্মিত হয়ে যান শাহরুখ এবং সালমানও। মমতা যে এমন একটা কাজ করে বসতে পারেন তা ভাবতেই পারেননি দুই নায়ক।

পরদিন ফের শুরু হয় ওই নাচের শুটিং। সেদিন যা ঘটল তা দেখে এবার মমতার বিস্মিত হওয়ার পালা ছিল। সেদিন একটি মাত্র টেকেই নাচের শুটিং নির্ভূলভাবে শেষ করেন শাহরুখ এবং সালমান। কিন্তু মমতার নাচতে সমস্যা হচ্ছিল। তাকেই এবার রি-টেক দিতে হচ্ছিল। সেদিন সেটে কেঁদে ফেলেছিলেন মমতা। ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে নিজেই এই ঘটনার কথা জানিয়েছিলেন তিনি।

‘দিলওয়ালে’ ছবি মুক্তির সময় সালমানের বিগ বস-এ এসে ওই ঘটনার কথা বলেছিলেন শাহরুখ। ওই প্রথম নাকি কোনো নায়িকা তাদের ধমক দিয়েছিলেন এবং ধমক খেয়ে পরদিন রাত জেগে ভোর ৫টা পর্যন্ত দু’জন নাচের অনুশীলন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর