ভালোবেসেছি তপ্ত লোনাজলে
তোমার কবিতা খানি,
এখনো মনে পরে সোনালী কাবিন
ও তোমার আত্মজীবনী।
সহজ সরল সাদামাটা মানুষ
ও মাটি মানুষের কবি তুমি,
তোমার স্মরণে সঁপেছি কবিতা
স্মৃতি রেখেছি বেধে আমি।
মৃত্যু তোমার ফেব্রুয়ারীতে
ভাষা শহীদদের মাসে,
পরপারে তুমি থাকো সুখে হে কবি
একই নৌকায় ভেসে।
রিক্ত হস্তে দিয়েছি তোমায় বিদায়
মনের আক্ষেপ আকাঙ্খা রেখে,
তাই পারিনি তোমায় ভুলিতে
আছি গভীর শোকে।
শ্রদ্ধার চিত্রে স্মরণ তোমায়
হে মোর প্রিয় কবি,
হৃদয়ে কম্পনে কবিতার স্পন্দনে
এঁকেছি তোমার ছবি।
CBALO/আপন ইসলাম