ছবিটি প্রসঙ্গে ডিপজল জানান, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমার মতোই‘ সিনেমাটির শুটিং একটানা শেষ হবে। কিছুদিন পূর্বে তিনি ঘোষণা দেন হাফ ডজন ছবি তৈরির। এবার ছবির সংখ্যা বাড়বে বলে জানান তিনি।
ইতিমধ্যে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটির শুটিং এবং ডাবিং শেষ হয়েছে। রয়েছে সেন্সর বোর্ডে জমা দেয়ার অপেক্ষায়। ‘অমানুষ হলো মানুষ’ ছিনেমাটির গল্প লিখেছেন ডিপজল।