সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

ই-পেপার

সৎ ও মেহনতি মানুষের প্রতিনিধিকে ভোট দিয়ে জনগণের সেবক তৈরী করুন, প্রভু নয় : সজিব সরকার

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সজিব সরকার রতন বলেন, সৎ ও মেহনতি মানুষের প্রতিনিধিকে ভোট দিয়ে জনগণের সেবক তৈরী করুন, প্রভু নয়। ১৪ ফেব্রুয়ারি নিজেদের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাঙামাটি পৌর এলাকার ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। কমরেড রতন আরো বলেন ভোটের অধিকার না থাকলে নাগরিকদের স্বীকৃতি ও মর্যাদা থাকেনা। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন মিলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বর্তমান নিবার্চনী ব্যবস্থার আমুল পরিবর্তন করতে হলে জনগণের গণতান্ত্রিক নির্বাচন কমিশন অত্যান্ত জরুরী বলে জানান।

তিনি আজ ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে রির্জাভবাজার মহসিন কালোনী, পাথরঘাটা, এসপি অফিস এলাকা, মহিলা কলেজ এলাকা, উন্নয়ন বোর্ড এলাকা, পুলিশ লাইন এলাকা, পুরাতন বাস ষ্টেশন এলাকা, রায় বাহাদুর এলাকায় গণ সংযোগ, কল্যাণপুর বাজার ও দেবাশীষ নগর এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, কোদাল মার্কার মেয়র পদপ্রার্থী ও রাঙামাটি শহর (পৌর) কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান রানাসহ জেলা ও পৌরসভার নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর