পশ্চাতে নয় সম্মুখে দেখ
এখানেই শেষ নয় চেয়ে দেখ
হাজারো ব্যর্থরা হাঁসিতেছে।
লাখো লাখো বিখ্যাতদেরও
আছে শত শত ব্যর্থতা। ছিলো
বীভৎস চিৎকার এক নয় হাজারো অভিলাষ
আগামীকে পেতে হাতের মুঠোয়।
ব্যর্থরাই হয়েছে সফল যুগে যুগে।
সকল সফল এক কালে ছিলো ব্যর্থতার
মহা সমুদ্রে। তাই আগে একবার ব্যর্থ হও, দেখবে সফলতা ডাকছে তোমায়।
সফলদের মাঝে হাজারো ক্ষত
কতই না ভুল।তুমি ও হবে আগামীর
বিখ্যাত কারন তুমি ব্যর্থ। এগিয়ে যাও সামনের সফলতাকে ছিনিয়ে নাও
এটাই তোমার প্রাপ্য তোমার পাওয়া।