বড়াল পাড়ের কাশফুল ছুঁয়ে ছুঁয়ে
কখন পেড়িয়ে এসেছি মনবদলের ঘাট,
তবে কি পথের মাঝেই হারিয়ে ফেলেছি পথ
আমাকে নিয়ে টানাটানি করে দ্বৈরথ
ধূসর গোধূলি যুবতী রাত
চুপিচুপি চলে যায় এখন মধ্যরাত
রাতের রেলগাড়ী পাড় হয়ে যায়
পড়ে থাকে স্টেশন শরৎনগর হাট।
হারান মাঝি ঘুমিয়ে যায় থেমে গেছে পারাপার
তবে কি আমার সমুখে অন্ধকার অমাবস্যার?
হঠাৎ করেই উঠলো জ্বলে আলো
আহ! কি যে লাগলো ভালো
কালের কন্ঠে জিজ্ঞেস করলে -কে তুমি?
নিশুতি রাতের নিস্তব্ধতা দিয়ে গেলো উত্তর আমি তার
মনবদলের ঘাটে মনচুরি করছে যে চোর,আমি তার – আমি তার।