অনেক ছেলেই শখ করে কানের দুল পরেন। কিন্তু কপাল গর্ত করে হিরে বসানো এটা হয়তো কখনো দেখেননি বা শোনেননি।
এমনই এক কাণ্ড করেছেন লিল উজি ভার্ট নামে আমেরিকান একজন র্যাপার গায়ক। তার আসল নাম সিমের উডস।
তিনি কপাল খোদাই করে ১৭৫ কোটি টাকার হিরে বসিয়েছেন। তার এই অভিনব এ চিন্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ওই ভিডিওতে দেখা যায় কপালে গর্ত করে বড় একটি গোলাপি হিরে বাসিয়ে মাথা ঝাকাচ্ছেন লিল উজি ভার্ট। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Beauty is Pain’।
CBALO/আপন ইসলাম