শুধু তোমার জন্য কবিতা লিখেছি,লিখেছি হাজারো গান
শুধু তোমার জন্য আমার আমিরে করে গেছি নিষ্প্রান।
তোমার ও বুকে আকাশের মত কত ছবি আকাঁ দেখি।
তোমার চোখের পুত্তলিতে নিজের ছবিটি আকিঁ।
তোমাকে পেতে সুরতাল লয় চলে গেল রসাতলে
তোমার জন্যই জীবন আবার বাচিঁবার কথা বলে।
তোমার জন্য মনের খাতায় প্রেমের কবিতা লিখি।
তোমার চোখের মনি কোঠরে নিজের ছায়াটি দেখি।
জীবন আমায় দিয়েছে শুধু শূন্য একরাশ শূন্য
সকল শূন্য ধুয়ে মুছে তুমি করে রেখেছো পূর্ণ।
তেত্রিশ বছর তোমার ও হাতে রেখেছি আমার এ হাত।
তুমিই আমার এ আধার পুরির বাচিবার হিম্মত।
CBALO/আপন ইসলাম