মোঃউজ্জ্বল হাওলাদার স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের হলদি বাড়িয়া নামক স্থানে গোলবাওরের ভিতর থেকে অঞ্জাত নামক এক যুবক কে উদ্ধার করেন স্থানীয়রা। ২৯ মে শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় পথচারীদের চোখে পরে এই যুবক। অঞ্জান অবস্থায় যুবককে স্থানীয়রা উদ্ধার করে হলদি বাড়িয়া ষ্টেশনে নিয়ে আসেন, তাৎক্ষণিক ভাবে ঐ স্থানের গণ্যমান্য ব্যাক্তিদের অবগত করেন।
অঞ্জান অবস্থায় যুবকের পরনে একটি প্যান্ট ও একটি টি চাট পরিধান ছিলো। তার পূর্ণ পরিচয় একনও পাওয়া যায়নি। পথচারীরা দশ বিশ টাকা করে উঠিয়ে চৌকিদার দিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। চৌকিদার ছাবের জানান, আমি বর্তমানে যুবকের সাথে আছি, চিকিৎসাধীন অবস্থায় আছে যুবক, এখন পর্যন্ত ঞ্জান ফিরে আসেনাই তবে আমি কলাপাড়া থানায় এ বিষয় টি জানিয়েছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সে চিকিৎসাধীন আছে, তার ঠিকানা সনাক্ত করার চেস্টা চলছে।