এখন আমি অনেক ভালো আছি!
অজস্র কবিতার অক্ষর বিন্যাসে।
বাস্তবতার বসন্তের সুরে
নীতিকথার মূর্চ্ছনায়…..।
লোভাতুর স্বভাবের ফাঁদ ছেড়ে
বেরিয়ে এসে ভালো আছি!
এখন আমি অনেক ভালো…..
মন্দের হিসাব ছেঁড়া চাদরে মোড়ানো চারপাশ
ক্ষোভের উদ্রেকই হচ্ছে কিশোর গ্যাঙ।
বুদ্ধি বৃত্তির ললাটে বেহুদা আলাপন
জেগে উঠে ক্ষেপে বোঝায় আমি সন্ত্রাস!
আমি সন্ত্রাস ; এটাই আমার গর্ব……
কাগজের শিরোনাম জুড়ে হিংসা বজ্র ঝংকার
সমাজের শিক্ষক সাজে শয়তান।
ভালোর বিদ্যালয় জুড়ে আর্তনাদ
যেন জীবনতৃষ্ণার সুধাময়ী সুরের ঘটে লয়।
তবে; এদিকে আমি ভালো আছি
এখনো আমার সভ্যতার বাক্যাংশের ভাষান্তরেঃ
ভালো থাকুক কিশোর ; ভালো হোক সমাজ
নির্বোধের আধিপত্য বিস্তার থেকে…
CBALO/আপন ইসলাম