রাত পোহালেই ভোর হয়ে যায়-
ঘোর কাঁটেনা তবু,
নিত্যদিনই শখের খেলায়-
মজে আছি প্রভু।
তাসের ঘরে রঙ তামাশা-
রঙের মাঝেই তাস,
স্বাধীনতার জন্য আজও-
পরছে লক্ষ লাশ।
করুন সুরে কোটি সুমন-
আন্দোলনে ডাকে,
বু্লেট এসে বিধছে দেখ-
আমার ভাইয়ের বুকে।
CBALO/আপন ইসলাম
“চলনবিলের আলো”পত্রিকা সম্পাদক ও প্রিয় বন্ধু সাংবাদিক সিরাজুল ইসলাম আপন কে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ