কবি নই শুধু কবিতাকে ভালোবেসে
লিখে যাই গুণগান তোমার
তারার আলো দিয়ে
জোছনা আলো দিয়ে
শূন্যে উড়াই আমার আঁচলখানি
আকাশ কুসুম ভাবনাতে
শুধু তোমায় নিয়ে
প্রেমের শরাব পিয়ে।
কবি নই তবু ছন্দের মালা গাঁথি
নির্জনে আর নীরবতায়
ফুলের সুবাস মেখে
দূর নীলিমা দেখে
কল্পনাতে বাঁধি স্বপ্নঘর
পাখির চোখে তোমায় দেখে
তোমায় ঘিরে উড়ি
কুড়াই নিন্দা নুড়ি।
কবি নই তবু তোমার বাণী নিয়ে
অন্যরকম এক দুনিয়ার
ভিত্তি আমি গড়ি
সেথায় বাঁচি মরি
কবি নই তবু তোমায় ভালোবেসে
আখর জুড়ে একের পর এক
বানাই বসত ঘর
রাখতে গো অমর
কবি নই তবু কাব্যশিশু হয়ে
তোমাকে জড়িয়ে ধরে
আবদারে আদরে
ভাসি সব প্রহরে।
CBALO/আপন ইসলাম