অজস্র কবিতায় থেমে যাক অন্তমিল
বানানের তর্জনী ঘেঁষে বিস্তীর্ণ হোক স্বভাব।
আক্ষেপের দেয়াল জুড়ে হিংসা শাসন
বানানের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়।
এবার সেনা শাসনে আবার উচিৎ মন্ত্র
চুপ করে বসে থাকা অবাক লঘুচিত্ত।
যেখানে গল্পরা ছুটে এসে হাসে মৃত্যুর হাসি
বন্দী কারাগারে দণ্ডিত দেহ ; তবুও কান্না নিশ্চুপ।
জারজের চোখে লোভের খেসারত ঝরে পড়ে
রক্তের সরিতে কলতান হৃদ’র ডাক।
অযোগ্য পায় যোগ্যের মসনদ ;
পবিত্রতা ছুঁড়ে ফেলে ক্ষমতা।
আমি বিদ্রোহী কবি হয়ে উঠি
চোখে আঙুল দিয়ে দেখাতে নজরুল।
যুদ্ধ ঝংকারে জেগে উঠি শের-আলী
আমার সম্মুখে বহির্মুখ মন্দ সাবধান…।
CBALO/আপন ইসলাম