আমরাও কিন্তু লিখতে জানি
করতে পারি প্রতিবাদ।
শক্ত হাতে ঝাণ্ডা তুলে
করতেও জানি প্রতিঘাত।
কাব্য দিয়ে করবো ঘায়েল
লোভে যাদের স্বভাব-টা।
কণ্ঠ জুড়ে বজ্র সুরে
চোখে দেখো জবাব-টা।
আমরা নাকি বাদের পাতায়
খাতায় কাদের নামটা পড়।
কারা আছে সংগঠক ;
কাদের মুখে পদের ঘর।
আমরা হলাম সাংস্কৃতিক
সুদ্ধ কথা বলি রোজ।
আমরা হলাম চঞ্চচলাচল
সত্য কথা বলছি বোঝ।
পদ পদবীর লোভে দেখি
সাংস্কৃতিতেও রাজনীতি।
উচিৎ কথা বললেও আবার
দেখাতে পারে ভয়ভীতি।
আমরা হলাম বিদ্রোহী সুর
ঝঞ্ঝার মতো উদ্যম।
আমরাই আবার সচ্ছ্ব সলিল
বীরত্বে গাঁথা উত্তম।
আমরা সারা বাংলা জুড়ে
বিশ্ব ফুঁড়ে উড়তে চাই।
ঘাত; প্রতিঘাত সঙ্গে করে
নভোমণ্ডে ঘুরতে চাই।
আমরা হলাম মুজিব সেনা
শক্তি বঙ্গবন্ধু ;
ভালোবাসা করবো উজাড়
দিবো ভরিয়ে এক-সিন্ধু।
CBALO/আপন ইসলাম